“বামনা থানায় ইজিবাইকের চোরাইকৃত ০৪ টি ব্যাটারী উদ্ধারসহ ০২ জন কুখ্যাত চোর গ্রেফতার”
মোঃ শহিদ হাওলাদার (৫০), পিতা-মৃত আলী আকব্বর হাওলাদার, সাং-ঘোপখালী, থানা-বামনা, জেলা-বরগুনা থানায় হাজির হইয়া জানান যে, তাহার ইজিবাইকের ০৪ টি ব্যাটারী চুরি হইয়া গিয়াছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বামনা থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক এসআই(নিঃ)কে এম রাশিদুর রহমান এর উপর মামলার তদন্তভার অর্পন করিলে সে সংগীয় ফোর্সসহ চোরাইকৃত ব্যাটারী উদ্ধারের জন্য থানা এলাকায় অভিযানে বের হয়।
বরগুনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়ের দিক নির্দেশনায় বামনা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ মাইনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া খুবই স্বল্প সময়ের মধ্যে ইজিবাইকের চোরাইকৃত ০৪ টি ব্যাটারী উদ্ধারসহ আসামী ১। মোসাঃ লাইজু বেগম (২৫), স্বামী-হানিফা, ২। মোঃ মিলন আকন(৩৮), পিতা-মৃত আব্দুর রব আকন, উভয় সাং-ঘোপখালী, থানা-বামনা, জেলা-বরগুনাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply