রাকিবুল ইসলাম সোহাগ(নিজস্ব প্রতিনিধি) -জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাঙ্গালির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে নরসিনংহপুর বটতলা মাঠে এ কর্মসূচী পালিত হয়। এসময় ৫শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মাদবর, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, আলামিন মোল্লা আশুলিয়া থানা শ্রমিকলীগের সদস্য সচিব সানাউল্লাহ ভূইয়া সানী সহ আ.লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের , ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে গণভোজ এর আয়োজন করা হয়।
Leave a Reply