রাকিবুল ইসলাম সোহাগ -নদীতে ঝাঁপ দিলেন নারী, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার।
কুষ্টিয়ার কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতু থেকে একজন নারী গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন, এখনও তাকে দেখা যাচ্ছে তিনি স্রোতে ভেসে যাচ্ছেন।” এমন তথ্য জানিয়ে ১২ অক্টোবর বৃহষ্পতিবার ২০২৩ বিকেল সাড়ে তিনটায় রায়হান কবির নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল মাহাবুব ভুঁইয়া। কনস্টেবল মাহবুব তাৎক্ষণিকভাবে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।সংবাদ পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে গড়াই নদী থেকে ঝাঁপ দেয়া নারীকে (৪৫) জীবিত কিন্তু অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। প্রাথমিভাবে জানা যায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন।
কুমারখালী ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া জনাব বখতিয়ারউদ্দীন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।
Leave a Reply