আশুলিয়ায় মস্যজীবী লীগের অবরোধ বিরোধী মিছিল।
বিএনপি-জামাত জোটের ৪৮ঘন্টা অবরোধের শেষ দিনেও আশুলিয়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী মস্যজীবী লীগের নেতা কর্মীরা।
সোমবার (৬নভেম্বর) সকালে আশুলিয়া থানা মস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজু খানের নেতৃত্বে বাইপাইল-আব্দুল্লাহপুর মহা সড়কের শিমুলতলা এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি শিমুলতলা থেকে শুরু হয়ে ইউনিক বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে একই যায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, আশুলিয়া থানা মস্যজীবী লীগের সভাপতি মো.আরিফুল ইসলাম আরিফ,যুগ্ম-সাধারণ সম্পাদক সাজু খান প্রমুখ।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে বিএনপি-জামাতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে ও সাধারণ মানুষের জানমাল নিরাপদে রাখতে কেন্দ্রের নির্দেশে আমরা বিক্ষোভ মিছিল করছি এবং রাজপথে আছি।
বক্তারা আরো বলেন, অবরোধ-হরতালের নামে অগ্নি সন্ত্রাস,মানুষ হত্যা, ভাংচুর সহ আশুলিয়ার মাটিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে মস্যজবী লীগের নেতা কর্মীরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে।
এসময় থানা,ইউনিয়নসহ বিভিন্ন ইউনিট মস্যজীবী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply