রবিউল ইসলাম -আশুলিয়া প্রতিনিধি-আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ প্রায় অর্ধশত জনের নামে মামলা দায়ের করেছেন বাসের চালক আব্দুল বাসেদ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নন্দন পার্ক সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার বাইদগাঁও এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) ও আশুলিয়ার গণকপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন ওরফে টিটু (৩৮)।
মামলার অন্যান্য আসামীরা হলো- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪৯), মোবারক হোসেন (৪৬), মোঃ আব্দুর রাজ্জাক (৫১), মোঃ তোজাম্মেল হক(৫১), মোঃ মশিউর রহমান খান ওরফে মিন্টু (৪৩), মোঃ আব্দুল হাই (৫০), শফিক (৪৬), আব্দুল জলিল (৪৬), মোবারক (৪২), আবু সামা (৪৫), এরশাদ হোসেন (৪৬) ও আব্দুল মালেক (৩৮)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জন।
পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা সাভার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা । পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply