রবিউল ইসলাম -আশুলিয়ায় সাবেক স্ত্রী কে হত্যা করে নিজেও করলেন আত্ম.হত্যা।
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে সাবেক স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কাইচা বাড়ি এলাকার গফুর মন্ডলের একটি ভাড়া বাসা থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, তারা একসময় স্বামী স্ত্রী হিসেবে বসবাস করলেও বর্তমান তারা দুজন আলাদা ভাবে বসবাস করে আসছিলো।
আজ দুপুরে নিহত মিম অফিস থেকে বাসায় আসলে সাবেক স্বামী নাঈম জোড় পূর্বক বাসায় ঢুকে এলো পাথারী চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে প্রচুর রক্ত ক্ষরন হয়ে ঘটনা স্থলেই নারীর মৃত্যু হয়।
মৃত্যু নিশ্চিত করে নাঈম নিজে গলায় দড়ি বেধে একই রুমে আত্বহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করে।
পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরন করেন।
পুলিশ জানায় মরদেহ ময়না তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। অধিকতর তদন্তে
ঘটনাস্থলে Rab-4 এর সদস্যরা ও পরিদর্শন করেন।
নিহত মিম আশুলিয়ার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলার বদরগাছিতে এবং নিহত নাঈম পেশায় নাইট গার্ডের চাকুরী করতেন। নাঈমের বাড়ি নাটোর জেলার গুরুদাস পুর থানায়।
Leave a Reply