নিজস্ব প্রতিনিধি-ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ০৩ জন ডাকাত গ্রেফতার।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) শুভ মন্ডল এর একটি চৌকষ টিম ০৮/০২/২৪ ইং তারিখ ০০.৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা হইতে আসামী ১। মোঃ মাসুম (২৮), পিতা-মোঃ বাচ্চু সরদার, সাং-বানরগাতি,আল-আমিন মহল্লা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ২। মোঃ মেহেদী (২৫), পিতা-দেলোয়ার হোসেন @ ধলু শরীফ, মাতা-জোসনা বেগম, সাং-পশারগাতী, শরীফবাড়ী, থানা-মোকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, ৩। মোঃ বাহাদুর (৪১), পিতা-মৃত তফিল উদ্দিন, মাতা-মৃত রংমালা, সাং-খলিশা ডহরা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জদের ০১ (এক) টি অত্যাধুনিক গ্রীল কাটার মেশিন, ০১ (এক) টি লোহার তৈরি ছোরা, ০১ (এক) টি সুইচ গিয়ার সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীদের গ্রেফতার করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বহুদিন যাবত সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করিয়া আসিতেছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply