শিল্পাঞ্চল আশুলিয়ায় কৌশলে প্রেমের ফাঁদে ফেলে অপহরন করে মুক্তিপন আদায় চক্রের ২ নারী সদস্য মোসাঃ অঞ্জনা ও মোসাঃ সাথী আক্তারকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গতকাল ৬ এপ্রিল শনিবার আশুলিয়া থানাধীন বুড়ির বাজার এলাকা থেকে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের দূজনকে আটক করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) জোহাব আলী। এজাহারকৃত আসামীরা হলেন, অঞ্জনা আক্তার ৪৫, স্বামী সহিদুল ইসলাম খাঁন সাং বুড়ির বাজার থানা আশুলিয়া জেলা ঢাকা, মোসাঃ আয়াতুল ওরছিয়া খাতুন সাথী, স্বামী মোঃ জসীম সরদার সাং গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ, মোঃ জসীম সরদার ৩৭ পিতা অজ্ঞাত সাং গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ, মোঃ রাসেল ৪০ পিতা অজ্ঞাত সাং ও জেলা অজ্ঞাত, মোঃ মাসুদ ৪০ পিতা অজ্ঞাত সাং ও জেলাঃ অজ্ঞাত।
এজাহার সুত্রে জানা যায়, অপহরণের পর মুক্তিপণ আদায়কালে এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক ও অজ্ঞাতনামাসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা রজু করা হয়। এছাড়াও অঞ্জনাসহ তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ, চাদাবাজী, মাদক, ব্ল্যাকমেইল, সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আজ ৭ এপ্রিল রবিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরে করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply