বগুড়া সদর থানা এলাকা হতে অপহরণের শিকার স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার(১৪)’কে উদ্ধার সহ ০২ জন অপহরনকারী’কে আশুলিয়ার জিরাবো এলাকা হতে গ্রেপ্তার করেছে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্প এবং র্যাব -৮, সদর কোম্পানি,বরিশাল ক্যাম্প ।
গত ১১/০৪/২০২৪ ইং তারিখ অপহরণের শিকার ভিকটিম স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার(১৪) বাসা থেকে স্কুলের উদ্দেশ্য যাওয়ার পথে নিখোঁজ হলে ভিকটিমের খালা বগুড়া সদর থানায় প্রথমে নিখোঁজ জিডি করেন। ভিকটিমকে তার পরিবার খোঁজাখুঁজি করিয়া না পাওয়ায় ভিকটিমের পিতা-মাতা জানান যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। ভিক্টিমের খালা বাদী হয়ে পরবর্তীতে বগুড়া জেলার সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা র্যাব-৮ সদর কোম্পানি,বরিশাল বরাবর একটি অধিযাচন পত্রের মাধ্যমে ভিকটিম ও আসামী উদ্ধারের সহযোগিতা কামনা করেন।
অত্র র্যাব-৮,সদর কোম্পানি, বরিশাল ক্যাম্পের গোয়েন্দা দল অভিযোগের ছায়াতদন্ত শুরু করে এবং ভিকটিম’কে উদ্ধারে মাঠ পর্যায়ে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে।ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা দলের ত্বরিৎ তৎপরতায় ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামী ও ভিকটিমের অবস্থান সনাক্ত করে র্যাব- ৮,বরিশাল সদর কোম্পানি এবং র্যাব -৪,সি পিসি -২, সাভার ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে গত ২০এপ্রিল তারিখে আনুমানিক সন্ধ্যা ১৯০০ ঘটিকায় আশুলিয়া থানার জিরাবো এলাকা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরনকারী আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আভিযানিক দল আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম সুমাইয়া আক্তার’কে উদ্ধারপূর্বক অপহরনকারী মূল হোতা আশরাফ হোসেন সহ অন্য অপহরণকারী সখিনা আক্তার কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Leave a Reply