 
     কুমিল্লার লাকসামে হানিফ মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ১২ ঘণ্টার মধ্যে ঘাতক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লার লাকসামে হানিফ মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ১২ ঘণ্টার মধ্যে ঘাতক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খান জানান, শনিবার দুপুরের কিছু সময় পর লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশা চালক হানিফ মিয়ার গলাকাটা শরীর ও রক্ত দেখতে পায় প্রতিবেশী এক নারী। এসময় মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগমকে ওই গলাকাটা ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দিলে ঘাতক মনির পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লাকসাম থানা পুলিশ হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘাতক মনির হোসেন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ নানার বাড়িতে বসবাস করেন।
লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘটনার পরই ঘাতক মনির হোসেন পালিয়ে পার্শ্ববর্তী উপজেলা নাঙ্গলকোটে আশ্রয় নেয়।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন