নিজস্ব প্রতিনিধি-শ্রমিক অধ্যুষিত এলাকা শিল্পাঞ্চল আশুলিয়া এখানে লক্ষ লক্ষ শ্রমিকদের বসবাস, শ্রমিকদের সহায়তা করার জন্য রয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন, এর মধ্যে জনপ্রিয় ফেডারেশন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সুনামধন্য স্বচ্ছ শ্রমিক নেতা ইমন শিকদারের বিরুদ্ধে জরিয়ে আশুলিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছ একটি কুচক্রী মহল।
এরপর থেকে উক্ত মহলটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ( ৩১ মে) একটি অনলাইন পত্রিকায় ” আশুলিয়ায় শ্রমিক নেতা ইমনের বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।
যাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রমিক নেতা মোঃ ইমন শিকদার।
তিনি বলেন একটি নাম সর্বস্ব ভুয়া অনলাইনে আমার নাম জড়িয়ে অপপ্রচার করা হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়।
উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র, একটি কুচক্রী মহল আমার দীর্ঘ সময়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার ক্যারিয়ারের সুনাম ক্ষুন্ন করতে এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে আসছে ।
আমি ইমন শিকদার স্বচ্ছতার সাথে শ্রমিক রাজনীতি করছি। একটি স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য প্রণীত স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে এমিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
এধরণের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। আমার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এধরণের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও যাহারা এধরণের মিথ্যা বানোয়াট অভিযোগ সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন তাদের উদ্দেশ্য বলছেন আপনারা সত্যের সাথে থাকুন। মিথ্যার আশ্রয় নিয়ে অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আপনাদের বিরুদ্বে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরান বলেন,আমরা সাধারণত শ্রমিকদের অধিকার আদায়ে তাদের সহযোগিতায় কাজ করে থাকি।
ইমন শিকদারের বিরুদ্ধে যে নারী শ্রমিক তার পাওনাদি নিয়ে অভিযোগ করেছিলেন তিনি ইমন শিকদারকে তার পাওনাদি উঠানোর জন্য স্বাক্ষর দেননি।
ফলে ওই পাওনাদি শ্রমিক নিজে ছাড়া কেউ ওঠাতে পারবে না। এর ফলে ইমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমরা সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এধরণের মিথ্যা কুৎসা রটানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছি।
Leave a Reply