দিনাজপুরের বিরামপুরে ঈদের দিন সকালে বাজারে সেমাই কিনতে যাওয়ার পথে অটোরিকশায় পিকআপের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ-বিরামপুর সড়কের দিওড় বটতলী এলাকার মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) ও পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে অটোচালক এনামুল হক (৪২)।
পুলিশ জানায়, আজ সকালে বাড়ি থেকে সেমাই কেনার জন্য অটোরিকশায় বিরামপুরে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা আজাদ। পথে দিওড় বটতলী এলাকায় একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে বীর মুক্তিযোদ্ধা আজাদ ও অটোচালক এনামুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply