নিজস্ব প্রতিনিধি -ঢাকা জেলার আশুলিয়া এলাকায় চাঞ্চল্যকর ছুরি দিয়ে গলা কেটে সুমাইয়া আক্তার(২৪) হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৫ জুন ২০২৪ খ্রি. তারিখ বিকালে ঢাকা জেলার আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকায় চাঞ্চল্যকর সুমাইয়া আক্তার(২৪)’কে ছুরি দিয়ে গলা কেটে হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গত ২৫ জুন ২০২৪ তারিখ বিকালে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকার একটি ভাড়া বাসার মধ্যে এক গৃহকর্মীর গলাকাটা লাশ পাওয়া যায়। উক্ত সংবাদটি পাওয়ার সাথে সাথে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছে উক্ত হত্যাকন্ডের রহস্য উদঘাটনপূর্বক তাৎক্ষনিক হত্যাকান্ডের মুলহোতা আসামী শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২), জেলা-নাটোর’কে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, সে রংপুর জেলার বদরগঞ্জ থানার বিজয়নগর এলাকার বাসিন্দা। ভিকটিমের স্বামী পেশায় আশুলিয়ার একজন গার্মেন্টস কর্মী হওয়ায় ভিকটিম সুমাইয়া আক্তার গত এক বছর যাবৎ তার স্বামী মাসুদ রানা ও ০২ বছরের কন্যাসহ আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলো। বেশ কিছু দিন যাবৎ একই বাড়ির ভাড়াটিয়া গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিলেও ভিকটিম অস্বীকৃতি জানায় যার প্রতিক্রিয়ায় আসামী ভিকটিমের প্রতি ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে। গত ২৫ জুন ২০২৪ তারিখ বিকেলে পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামী ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে ভিকটিমের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের গলায় আঘাত করে। এতে ভিকটিম অচেতন হয়ে পরলে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply