ফুলতলা প্রতিনিধি-খুলনা জেলার ফুলতলা উপজেলার পাড়িয়ার ডাঙ্গার সমাজ কল্যাণ যুব সংঘ পথের বাজার ফুলতলা খান জাহান আলি খুলনা উদ্যোগে যুব সংঘের নিজ কার্যালয়ে ২৮ আগষ্ট দুপুর ২ ঘটিকার সময় মতবিনিময় সভা ও প্রিতীভোজ অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় এলাকার উন্নয়নের স্বার্থে যুব সংঘের দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মনিরুল ইসলাম,চেয়ারম্যান ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ,প্রকৌশলী লোকমান সর্দারজনাব বাবলু সরদার,জাবেদ আলী সরদার,মশিয়ার রহমান সরদার,জনাব কুদ্দুস লস্কর,জালাল উদ্দিন সরদারশিক্ষাবিদ এবং সিনিয়র সাংবাদিক জনাব তাপস,শহিদুল ইসলাম সরদার,শাকিল সরদার,সজল মাহফুজসহ পথের বাজার যুব সংঘের উপদেষ্টা এবং সদস্যবৃন্দ।তত্ত্বাবধান পরিচালনায় ছিলেন তানভীর হাসান।।
Leave a Reply