সজিব হাওলাদার, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধিকে রাতভর সংবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় শুক্রবার দুপুরে স্থানীয় ৬জনকে জনতা আটক করে সেনাবাহিনীর সহযোগিতায় থানা পুলিশের কাছে সোপর্দ করে। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের স্বামী পরিত্যক্ত মানসিক প্রতিবন্ধি জানোরা বেগম (৩৭)। চলমান বন্যা পরিস্থিতিতে ভিটিকান্দি ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ও অনেক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এইসব এলাকায় প্রতিদিনই ত্রাণ বিতরণের আসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেণির পেশার মানুষ। আর এসব ত্রাণ মূলত দাসকান্দি বাজার থেকে বিতরণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় দাসকান্দি বাজারে জানোরা বেগম ত্রাণ নিতে আসেন। সেখানে স্থানীয় কিছু লোক তাকে ত্রাণ দেবে বলে গভীর রাত পর্যন্ত বাজারের থাকতে বলেন। পরে রাতে সংবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। বুধবার বিষয়টি জানাজানি না হলেও, বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় লোকজন শুক্রবার উক্ত ঘটনায় জড়িত থাকায় অভিযোগে ৬জনকে আটক করে পুলিশে সোর্পদ করে।
আটককৃতরা হলো- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪০), একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. বাবু আহমেদ (৩৫), দাসকান্দি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. ইধন মিয়া (২৭), সেন্টু মজুমদারের ছেলে বিদ্যুৎ মজুমদার (২৬), নুরুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের আরিফ আহমেদ (২৩)।
তিতাস থানার ওসি কাজী নাজমুল হক বলেন, মানসিক এক প্রতিবন্ধিকে সংবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন ৬জনকে আমাদের কাছে সোপর্দ করেছে। ঘটনার শিকার প্রতিবন্ধি নারীকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply