মাদারীপুরে গাছ থেকে বরই পাড়া নিয়ে সংঘর্ষে মহিলা সহ আহত ৩। বাড়ি ভাংচুর
মাদারীপুর মস্তফাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বড় খালপাড় এলাকার বরই পাড়া নিয়ে সংঘর্ষে ৩ জন আহত বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।শনিবার দুপুরে এঘটনা ঘটে।
আহতদের তথ্য মতে,
গত ৩ দিন আগে স্থানীয় আজাহার বেপারীর স্ত্রী শিলা(৩২) এর ৭ বছরের ভাগ্নী মুনিয়া স্থানীয় জরিতন নামে এক মহিলার বড়ই গাছ থেকে বড়ই পাড়ে।
এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।শনিবার দুপুরে শিলা(৩২) ও জরিতনের সাথে পুনরায় কথা-কাটাকাটি হলে দুপক্ষের লোকজনে একত্রিত হয়ে সংঘর্ষে জড়ান।এতে ৩ জন আহত ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।আহতদের মধ্যে শিলা(৩২),কদম মাতুব্বর(৪০) ও রাহুল(১২) নামে ৩ জন চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন।
Leave a Reply