আশুলিয়ায় গণহত্যাসহ একাধিক মামলার আসামী জলিল পলাতক, বেড়িয়ে আসছে থলের বিড়াল
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া প্রেসক্লাব ভাংচুর দখল, আশুলিয়া থানা ভাংচুর ও সরকারি অস্ত্র লুট অগ্নিসংযোগকারীরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব ঘটনায় অনেকেই অপপ্রচার চালায় ওমুকের গুলি লাগছে, ওমুকে আহত হয়েছেন, এসব লোকজনের গুলিবিদ্ধ কোনো চিত্র পাওয়া যায়নি, তারা গুলিবিদ্ধ হয়ে কোথায় কি হাসপাতালে ভর্তি ছিলেন? পুরো বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন শহীদ হওয়া ভুক্তভোগী পরিবারসহ সচেতন মহল।
সূত্র জানায়, আশুলিয়ার বাইপাইলে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে, তাদের কাছে পুরো আশুলিয়ার বাইপাইল এলাকার মানুষ জিম্মি। কিছু অপরাধী আছে যারা নিজের অপরাধ আড়াল করতে অপহরণ, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে। আশুলিয়ার বাইপাইলে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র—জনতার উপর গুলিবর্ষণ করে যারা এই গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরী। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবার সঠিক বিচার পাবেতো?। তবে ১৬৭দিন পর্যন্ত কিছু অপরাধীদেরকে গ্রেফতার করা হলেও যারা নির্দোষী মানুষকে হয়রানি করছে তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি। যেমন: তাদের মধ্যে আব্দুল জলিল একজন। এই জলিল ও সায়েব আলী পৃথক ব্যক্তি নাকি সায়েব আলীই জলিল? আর এই ও সায়েব আলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে, এর আগে র্যাব—৪ ও আশুলিয়া থানা পুলিশ জলিলকে গ্রেফতার করে। এর আগে হত্যা মামলার ভুয়া বাদী আব্দুল জলিল—সায়েব আলীর বিরুদ্ধে দেশ টিভি’র ৫ মিনিট ৩ সেকেন্ডের নিউজ প্রকাশ হয়, এরপর যমুনা টিভি’র ৩৮ মিনিট ২ সেকেন্ডের বিস্তারিত সংবাদ প্রকাশ করা হয়।
সেই সাথে একাধিক জাতীয় সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়েছে এই মামলার ভুয়া বাদী জলিল—সায়েব আলীর নামে। তার ভুয়া মামলার একটি সূত্রঃ সি, আর মামলা নং ১১৪৬/২০২৪ ধারাঃ ৩০২/১০৯/১১৪/১২০(খ)/৩৪ দণ্ডবিধি। আশুলিয়া থানার মামলা নং ১৫। তারিখ ০৮/০৯/২০২৪। এখানে মোঃ সাহেব আলী (৪৪) পিতা মোঃ আনজুর প্রামানিক, মাতা—মোছাঃ রাবেয়া খাতুন, সাং সাভার ফরিদপুর, পোঃ বওয়ারী পার, থানা ফরিদপুর, জেলা পাবনা। বর্তমান— খেজুরবাগান, থানা আশুলিয়া, জেলা—ঢাকা। জাতীয় পরিচয়পত্র নং—৩২৮১৩৮২৭৩৩। মোবাইল নং—০১৬৪১১৪৮৬০১। এইসব প্রতারকদেও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান ভুক্তভোগী পরিবারসহ সচেতন মহল।
আশুলিয়ার বাইপাইলে গত ৫ আগস্ট শহীদ হন আশুলিয়ার সিটি ইউনিভাসিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিএসসি) প্রথম বর্ষের ছাত্র—সাজ্জাদ হোসেন সজল। সজলের মা মোছাঃ শাহিনা বেগম এর কাছে তার ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার একমাত্র ছেলে সজল, আমার ছেলেসহ যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উক্ত ব্যাপারে পুলিশ ও র্যাব জানায়, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উক্ত হত্যাকাণ্ডের মামলার বিষয়ে ধারাবাহিক ভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে।
Leave a Reply