রবিউল ইসলাম (আশুলিয়া প্রতিনিধি-)সাভারের আশুলিয়ায় মাদকদ্রব্য হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি সোহাগ ওরফে ফরমা সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ বরগুনা জেলার সদর থানার বুড়িরচর এলাকার জালাল সর্দারের ছেলে। সে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আমেনা মসজিদ রোড রুহুলের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। কুখ্যাত এই মাদক কারবারি নিজেকে জাতীয় দৈনিক অগ্নি শিখা পত্রিকার কার্ডধারি সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে দাফিয়ে বেড়াতো সাধারন মানুষ কে জিম্মি করে অর্থ হাতিয়ে নিত।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৯০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply