টাংগাইলের কালীহাতী‘তে মধ্য রাতে মদ্যপ অবস্থায় পূর্ব শত্রুতার জেরে নিজের ছোট বোন জামাই‘কে কুপিয়ে হত্যার অন্যতম প্রধান আসামী রুবেল‘কে নাটোরের নলডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ১০ মে ২০২৫ তারিখ রাত্রী-০০.৩০ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন দূর্লভপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী মোঃ রুবেল (২৬), পিতা-নুরুল ইসলাম @ খন্ড, সাং-রামপুর হিন্দুপাড়া, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল‘কে হত্যা মামলার ৩ দিনের মধ্যে গ্রেফতার করে এবং মোবাইল-০২টি, সীম-০২টি উদ্ধার করে।
মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ০৪/০৫/২৫ তারিখ রাত আনুমানিক-০৭.০০ ঘটিকায় বাদীর ছেলে মৃত ভিকটিম রায়হান (২৮) বাড়ি হতে বের হয়ে যায়। পরে রাত ০৩.২০ ঘটিকায় লোক মারফত জানতে পারেন যে, কালিহাতি থানাধীন কোকরাইল সাকিনস্থ জনৈক হযরত আলীর পতিত জমিতে রায়হানের লাশ পড়ে রয়েছে। উক্ত সংবাদ পেয়ে বাদী তাৎক্ষনিক উক্ত স্থানে গিয়ে তার ছেলের রক্তাক্ত লাশ সনাক্ত করেন।
পরে বাদী জানতে পারেন যে, একই রাত আনুমানিক-০২.৪৫ ঘটিকার দিকে এজাহারনামীয় আসামীদের সাথে ভিকটিম উক্ত স্থানে মদ পান করেছিল। উল্লেখ্য যে, এজাহারনামীয় ১নং আসামী জনি (২৬) এর বোন মুন্নি আক্তারের (২৩) সাথে ভিকটিম প্রেম ভালোবাসার সম্পর্ক করে বিয়ে করে। উক্ত বিষয়টি মেয়ের ভাই জনি মেনে নিতে পারেনি এবং বিভিন্ন সময় জনি ভিকটিমকে খুন করার হুমকি দিতেন। বাদীর ধারনা উক্ত ঘটনার জের ধরেই জনি অন্যান্য আসামীদের নিয়ে তার ছেলে রায়হানকে কুপিয়ে হত্যা করেছে।
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়। ঘটনার পরে ভিকটিমের বাবা ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তাং-৬/৫/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, সিপিএসসি ও র্যাব-১৪, সিপিসি-৩, টাংগাইল এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ১০/০৫/২০২৫ তারিখ রাত্রি ০০.৩৫ ঘটিকার সময় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন খাজুরা ইউপির অন্তর্র্গত দুর্লভপুর নামক এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় ৩নং আসামী রুবেল (২৬)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে টাঙ্গাইলের কালিহাতি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply