আশুলিয়ায় বজ্রপাতে নির্মাণ শ্রমিক নিহত: বৃষ্টির মধ্যে সচেতনতা জরুরি
বজ্রপাত বাংলাদেশের একটি পরিচিত কিন্তু প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই অনেক মানুষ খোলা আকাশের নিচে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকেন কৃষক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা।
সম্প্রতি আশুলিয়ার ভাদাইল এলাকায় তিন বন্ধু রোডে ঘটে এমনই একটি মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে বজ্রপাতে ইদু হোসেন (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হন। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। ঘটনার সময় তিনি নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি।
সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে, ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় কাজ করা কতটা বিপজ্জনক হতে পারে। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণশ্রমিকসহ সব খোলা পরিবেশে কর্মরত ব্যক্তিদের উচিত আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা ও দুর্যোগকালীন সময়ে কাজ থেকে বিরত থাকা।
সংশ্লিষ্ট মালিকপক্ষ ও প্রশাসনেরও দায়িত্ব রয়েছে এই বিষয়ে সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনে কাজ সাময়িকভাবে বন্ধ রেখে শ্রমিকদের নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া।
Leave a Reply