ঢাকার জেলার নবাবগঞ্জ থানার চাঞ্চল্যকর প্রদীপ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.মনির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে র্যাব-৪ (সিপিসি-৩, মানিকগঞ্জ) ও র্যাব-১ (সিপিএসসি, গাজীপুর) এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
শুক্রবার (২০ জুন) দুপুরে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৫ সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভিকটিম প্রদীপ (১৯) কে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে গলা কেটে হত্যা করে মনির হোসেন। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ এবং সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং একাধিক ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অবশেষে গতরাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ/এসকে করতেন। তার বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
Leave a Reply