আশুলিয়ায় চাদা না দেয়ায় সাগর নামে এক মুদির দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
২৮ জুন শনিবার বিকেলে আশুলিয়ার আউকপাড়া মাজার গেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে । সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই মুদির দোকানদার সাগর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
সাগরের পরিবারের সদস্যরা জানান, সাগরের কাছে স্থানীয় চাঁদাবাজ চক্রের লিডার দালাল রিয়াজ, পিস্তল সাঈদ এবং চোলাই মদের ব্যবসায়ী মদ সালাম ৫ লাখ টাকা চাদা দাবি করে আসছিল । তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে তাঁরা তাঁদের ক্যাডার বাহিনী নিয়ে আউকপাড়া মাজার গেট এলাকায় সাগরের মুদির দোকানে এসে অতর্কিত হামলা করে এবং রাম দা দিয়ে সাগরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করতে চাইলে তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা সাগরকে পরবর্তীতে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। পরে মুমূর্ষু অবস্থায় সাগরকে হাসপাতালে নিয়ে যায় তাঁরা ।
সন্ত্রাসীদের রামদার কুপে সাগরের কাঁধের রগ কেটে গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সাগরের পরিবার ।এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply