“ঔষধ শুধু পণ্য নয়, এটি মানুষের জীবনরক্ষার হাতিয়ার, এই দায়িত্ববানদের একত্রে দেখা গেল আজ আশুলিয়ায়।”
বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত।বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া জালাল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ফার্মাসিস্ট এবং বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় ঔষধ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সমাধান, পেশাগত মানোন্নয়ন, নীতিমালা এবং সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ঔষধের গুণগত মান নিশ্চিতে কেমিস্ট ও ড্রাগিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তারা আরো জানান, অবৈধ ও অনুমোদনহীন ঔষধের বাজারজাত বন্ধে প্রশাসনের পাশাপাশি সংগঠনের সদস্যদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার নেতৃবৃন্দ জানান, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় করা হবে এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
🟢 আয়োজনের শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সদস্যরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
#আশুলিয়া #বিসিডিএস #ঔষধশিল্প #ফার্মাসিস্ট #বাংলাদেশস্বাস্থ্যসেবা
#ড্রাগিস্ট #পেশাগতসম্মান #স্বাস্থ্যবান্ধববাংলাদেশ #সচেতনতারসভা
#জনস্বাস্থ্য #নিরাপদঔষধ #সংগঠনেরশক্তি #সচেতনআশুলিয়া
#নিউজউইথনাজমুল #মানুষেরজন্যকথা
Leave a Reply