 
     আজ ২০ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল পরিচালনাকালে জামগড়া আর্মি ক্যাম্পের একটি দল ২ জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। তারা একটি অটোরিকশায় করে শুল্ক ফাঁকি দেয়া অবৈধ নকল সিগারেট পরিবহন করছিল।
আজ ২০ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল পরিচালনাকালে জামগড়া আর্মি ক্যাম্পের একটি দল ২ জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। তারা একটি অটোরিকশায় করে শুল্ক ফাঁকি দেয়া অবৈধ নকল সিগারেট পরিবহন করছিল।
পরবর্তীতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি গুদামের অবস্থান সম্পর্কে জানা যায়। পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে উক্ত গুদাম থেকে মোট *৩৮১০ প্যাকেট* অবৈধ সিগারেট জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনীর এই সফল অভিযানে বৃহৎ একটি চোরাকারবারি চক্রের তৎপরতা রোধ করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন