 
     আশুলিয়ার বাগবাড়ি এলাকায় ফেনসিডিল সেবনের সময় দু'জন কে আটক করে টহলরত সেনাবাহিনী,নগদ টাকা মোবাইল ও দুটি মোটরসাইকেলসহ চার বোতল ফেনসিডিল উদ্ধার।
আশুলিয়ার বাগবাড়ি এলাকায় ফেনসিডিল সেবনের সময় দু'জন কে আটক করে টহলরত সেনাবাহিনী,নগদ টাকা মোবাইল ও দুটি মোটরসাইকেলসহ চার বোতল ফেনসিডিল উদ্ধার।
আজ রাত ০৮ ঘটিকায় জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি নাইট প্যাট্রল টহল এলাকায় আধিপত্য বিস্তারের মহড়ার খবর পেয়ে তাদের কে আইনের আওতায় নিয়ে আসতে অভিযানের উদ্দেশ্যে বের হয়। টহল দল বাগবাড়ি হেয়ার ফ্যাক্টরির নিকটবর্তী এলাকায় অবস্থানকালে কিছু ব্যক্তিকে ফেনসিডিল সেবনরত অবস্থায় পায়। সেখান থেকে ২ জনকে ফেনসিডিলসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা প্রধান ব্যবসায়ীকে ধরতে সহযোগিতা করতে সম্মত হয়। তারা ব্যবসায়ীকে মাল সরবরাহের জন্য ডাকে এবং ব্যবসায়ী আসলে টহল দল তাকে আটক করে। আটককৃত ব্যবসায়ী শনাক্ত হয় আশরাফুল (বয়স ৩০), ঠিকানা: বাগবাড়ি, আশুলিয়া।
পরবর্তী জিজ্ঞাসাবাদে আশরাফুল জানায় যে, তার জেলা পর্যায়ের ব্যবসায়ী হলো মাসুদ (বয়স ৫৫), ঠিকানা: পূর্ব ধোনাই, আশুলিয়া। এরপর টহল দল স্থানীয় পুলিশের সহায়তায় মাসুদের বাসায় তল্লাশি চালায় এবং নিম্নলিখিত জিনিসপত্র উদ্ধার করে:
ক. নগদ টাকা – ১,৩৫,৪০০ টাকা
খ. ফেনসিডিল – ৪ বোতল
গ. মোবাইল ফোন – ৩টি
ঘ. মোটরসাইকেল – ২টি
আটককৃত ব্যক্তিবর্গ এবং উদ্ধারকৃত সামগ্রী পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলমান রয়েছে।
বিঃদ্রঃ-নিজস্ব প্রতিবেদকের তথ্যের ওপর নিজস্ব নিউজ ওয়েবসাইটনিজস্ব নিউজ ওয়েবসাইট পোর্টাল থেকে সর্বাধিক প্রাচারিত প্রকাশিত
এই সাইটের নিউজ অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন