
সিলেটে জনপ্রিয়তার শীর্ষে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
আব্দুল মোতালিব খাঁ- সিলেট প্রতিনিধি-
জাতীয় সংসদ নিবাচন যত এগিয়ে আসছে সিলেট এক আসনের জনগনের কতোহল বাড়ছে সবার মনে একটাই প্রশ্ন কে পাচ্ছেন সিলেট এক আসনের মনোনয়ন জনমত জরিপে দেখা যায় আম জনতার নববই ভাগ জনগন চায় সাবেক সফল মেয়র দেশ নেএী বি এন পির চেয়ার পারসোনের উপদেষ্টা দল মত নির্বিশেষে সকলের প্রিয় নেতা জনাব আরিফুল হক চৌধুরী কে এম পি হিসাবে নির্বাচিত করতে যে আরিফুল হক চৌধুরী সিলেট সিটির কাউন্সিলর থেকে দুই বার মেয়র দুই বারই ফ্যসিস আওয়ামীলীগ সরকারের আমলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এতেই বুঝা যায় সিলেটে আরিফুল হক চৌধুরী জনপ্রিয়তা কতটুকু আরিফুল হক চৌধুরী জনপ্রিয়তার কারন তিনি সব সময় দলের নিদৈশ মেনে চলেছেন এবং কাউন্সিলর ও মেয়র থাকা অবস্থায় যে টুকু কাজ করার সুযোগ পেয়েছেন বিনা শর্তে মন প্রাণ দিয়ে জনগণের জন্য কাজ করে গেছেন কোন দল মত গুষ্টি গোত্র কে কোন দলের কে কোন জাতের এটা দেখেন নাই সবাইকে এক পরিবারের সদস্য তথা পুরো সিলেট কে নিজ পরিবার মনে করে কাজ করে গেছেন যখন যে খানে কাজ করার সুযোগ পেয়েছেন কাজ করছেন এখন তিনি সরকারের কোন দায়িত্বে নাই তার পরে ও দিন রাত জনগনের জন্য কাজ করে যাচ্ছেন সিলেট এক আসনের জন গন ঘে যেখান থেকে যে কাজের জন্য আরিফুল হক চৌধুরীর কাছে আসেন আরিফুল হক চৌধুরী সর্বোচ্চ চেষ্টা করেন কাজটা করে দেওয়ার এক সকল কারনে আরিফুল হক চৌধুরী সকলের কাছে তথা সিলেট এক আসনের জনগনের কাছে প্রিয় নেতা প্রিয় অভিভাবক হয়ে উঠেছেন শুধু আরিফুল হক চৌধুরীর ন্যায় নীতি সততা কাজের দক্ষতা ও নিজ স্বার্থত্যাগে জনমত জরিপে নগর বাসীর মতে আরিফুল হক চৌধুরীর মতো নেতার ত্যাগ যুগোতার মুল্যয়ান করে যুগ্য চেয়ারে না বসাতে পারি তাহলে আমরাই হতভাগা জনগনের সাথে আলাপকালে অনেকে বলেন আরিফুল হক চৌধুরী যদি সিলেট এক আসন থেকে নির্বাচন করেন তাহলে সিলেট এক আসনে ভোট বিপ্লব হব বাংলাদেশের অন্যান্য আসনের বি এন পির প্রার্থীর চেয়ে বেশি ভোটে নির্বাচিত হবেন এবং ভোটের রেকর্ড গড়বেন সাধারণ জনগনের সাথে আলাপকালে আরেকটি বিষয় উঠে এসেছে সিলেটর জনগন সিলেট এক আসন থেকে তাদের ঘরের মেয়ে ডাক্তার জোবাইদা রহমান কে যদি এম পি হিসাবে পায় তাহলে ও তারা মনে করে সিলেট এক আসনের ব্যপক উন্নয়ন হবে।
জনমত জরিপে স্পষ্টত সিলেট এক আসনের জন গন আরিফুল হককে বা ডাক্তার জুবাইদা রহমান কে তাদের অভিভাবক হিসাবে চায়।
Leave a Reply