
ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা সেবাকে ধ্বং’স করার জন্য কতিপয় চিকিৎসক নেতারা দায়ী-।
নিজস্ব প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়া জেলা।
চিকিৎসক নেতারা কেউ আওয়ামী লীগ পন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), কেউ বিএনপি পন্থী ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), আবার কেউ জামায়াত পন্থী ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) এর সাথে যুক্ত।
বিগত সরকারের সময় কতিপয় স্বাচিপ নেতারা হাসপাতালে দাপট দেখিয়েছে। তাদের দাপটে ড্যাব ও এনডিএফ পন্থী চিকিৎসকরা ছিলেন কোনঠাসা।
হাসপাতালের অনিয়ম ও লুটপাটের সাথে ছিলেন তারা জড়িত। রাজনৈতিক দল পন্থী চিকিৎসকদের রেষারেষিতে বেকায়দা পড়েন নিরপেক্ষ ভূমিকায় থাকা চিকিৎসকরা। তাদের উপরও নি’পি’ড়ন চালানো হতো।
আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে একক আধিপত্য দেখাচ্ছেন কয়েকজন ড্যাব নেতা।
৫ আগস্টের পর তারা হাসপাতালে আসেন ইচ্ছেমতো। অফিস টাইমে হাসপাতালের বাইরে বিভিন্ন সভা-সমাবেশের ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তাদের আদেশ নির্দেশে চিকিৎসকদের দায়িত্ব বন্টন হচ্ছে।
শুধু তা ই নয়, এক নেতা স্বাচিপ চিকিৎসকদের পূনর্বাসন করছে শুধু নিজের স্বার্থে। চিকিৎসক নেতাদের মালিকানাধীন বিভিন্ন হাসপাতালে রোগী পাঠাতে হয় অন্য চিকিৎসকদের। নাহলে রোষানলে পড়তে হচ্ছে নিরপেক্ষ থাকা চিকিৎসকদেরও।
বদলি করে দিচ্ছেন নিজেদের ইচ্ছে মতো। এতে করে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।
Leave a Reply