
সিলেট ১-আসনে কি আরিফুল হক চৌধুরী এমপি হচ্ছেন?
স্টাফ রিপোর্টার
আব্দুল মোতালিব খা।
৩৬০ আওলিয়ার স্মৃতি -বিজরিত পুণ্যভূমি সিলেট। সিলেট-১ বাংলাদেশ সংসদীয় আসন ২২৯। সিলেট-১ আসনে সব সময়ই থাকে চমক। একটা সোজা হিসাব—সিলেট-১ আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হয়, সে দল সরকার গঠন করে। তাই এই আসনের দিকে সব দলেরই আলাদা একটা আকর্ষণ থাকে। আর এমপি প্রার্থীর ব্যাপারে সকল শ্রেণির মানুষের একটি মনোযোগ থাকে এবং জনগণের প্রত্যাশা থাকে যে, যোগ্য নেতা সিলেট-১ আসনের দায়িত্ব পান।
এক্ষেত্রে জনমত জরিপে দেখা যায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সফল মেয়র, মরহুম জননেতা এম সাইফুর রহমানের হাতে গড়া রাজনীতিবিদ, মাটি ও মানুষের নেতা আরিফুল হক চৌধুরী ভোটের মাঠে অনেক এগিয়ে। আরিফুল হক চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক জেল-জুলুম, অন্যায়, অত্যাচার সহ্য করেছেন। ত্যাগ ছাড়া আর কিছুই নেই আরিফুল হক চৌধুরীর জীবনে।
চাওয়া-পাওয়ার কিছুই নাই, চাওয়া শুধু একটাই—তিনি সিলেটবাসীর জন্য কাজ করতে চান। যখন যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন, সর্বোচ্চ দিয়ে সিলেটবাসীর জন্য কাজ করেছেন।
আর এবার যদি জনগণের চাওয়ায় সিলেট-১ আসন থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন, নিজের মেধা ও অভিজ্ঞতাকে সিলেটের উন্নয়নের কাজে লাগিয়ে সিলেটকে একটি স্বপ্নের শহরে রূপান্তরিত করবেন। আরিফুল হক চৌধুরীর সিলেটকে নিয়ে অনেক পরিকল্পনা আছে—তিনি এমন কিছু উন্নয়ন কাজ করতে চান যা সারাজীবন সিলেটবাসী মনে রাখবে। কাউন্সিলর ও মেয়রের দায়িত্বে থেকে সিলেটবাসীর উন্নয়নে যে সকল কাজ করেছেন, মানুষের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা পেয়েছেন—তাতেই সিলেটবাসীর অন্তরে জায়গা করে নিয়েছেন আরিফুল হক চৌধুরী।
বিভিন্ন পেশার মানুষের মতে, আরিফুল হক চৌধুরীর মতো নেতা সবসময় হয় না। এক সময় বলা হত, উন্নয়নের রূপকার এম সাইফুর রহমান। যদিও মরহুম এম সাইফুর রহমান এখন আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর হাতে গড়া আরিফুল হক চৌধুরীকে আমরা পেয়েছি। সিলেটবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন আরিফুল হক চৌধুরী, যার সাথে জনগণের দীর্ঘদিনের আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আরিফুল হক চৌধুরী সবসময় জনগণের মাঝে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
দল ও জনগণের কথাই সবসময় ভাবেন। জনগণের চাওয়া—বিএনপির হাইকম্যান্ড যেন আরিফুল হক চৌধুরীকে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন দিয়ে মরহুম এম সাইফুর রহমানের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ দেন, যাতে সিলেটকে একটি মডেল শহর হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা যায়। উন্নয়নের আরেক নাম আরিফুল হক চৌধুরী, যার উন্নয়ন আওয়ামী ফ্যাসিস্ট সরকারও স্বীকার করেছে।
Leave a Reply