
সোবহানীঘাট জুয়ার আসর থেকে আটক ২ জন
স্টাফ রিপোর্টার
আব্দুল মোতালিব খা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় তীর জুয়া, মাদকসহ সকল অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়মিত অভিযান চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি টু আইসির নেতৃত্বে অভিযান চালিয়ে এক সময়ের তীর জুয়ার ব্যবসায়ী আবু বকত এর জুয়ার বোর্ড থেকে দুইজন আটক করা হয়। আজ ১৩/১০/২৫ ৭:২০ ঘটিকায়।
এই তীর–শিলং জুয়া এমন একটি রূপ ধারণ করেছে যে চায়ের দোকান, পানের দোকান, হোটেল, রেস্টুরেন্ট—সব জায়গায়ই চলছে এই তীর জুয়া। এই তীর জুয়ার বড় সুবিধা হলো, এটি মোবাইলে খেলা যায়। তাই সহজে কেউ বুঝতে পারে না। এই সুযোগে দেদারছে চলছে তীর জুয়া।
তবে পুলিশ ও ডিবি বারবার অভিযান পরিচালনা করে তাদের আটক করলেও কোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে তারা আবারও তীর জুয়ার ব্যবসা শুরু করে। বর্তমানে পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন মাদক, জুয়া ও সকল অবৈধ কাজের বিরুদ্ধে দিন–রাত অভিযান অব্যাহত রেখেছে।
তবে কিছু দুষ্টু দুষ্কৃতিকারী তাদের আশ্রয়–প্রশ্রয় দেয় এবং কিছু সাংবাদিক আছেন যারা এই জুয়ার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত সাপ্তাহিক চাঁদা নেন। না দিলে নিউজ করে দেন, আর চাঁদা দিলে নিউজ হয় না।
আমাদের সমাজ থেকে সকল অপরাধ ও অপকর্ম দমন করতে হলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু মনে করলে যে পুলিশ প্রশাসন সব ঠিক করে দেবে—তা সম্ভব নয়। কারণ তীর জুয়ার ব্যবসায়ীদের প্রতিহত করা ছাড়াও পুলিশ প্রশাসনের দেশে ও সমাজ উন্নয়নে আরও বহু কাজ আছে। তাই জুয়া, মাদক, চুরি, ছিনতাই বন্ধে আমাদের সবাইকে এগিয়ে এসে পুলিশ প্রশাসনকে সর্বদা সহায়তা করতে হবে।
Leave a Reply