
কুলাউড়ার আনজুম হ/ত্যা মামলায় খু/নি জুনেলের পক্ষের ওকালতনামা প্রত্যাহারের ঘোষণা দিলেন আইনজীবী দীপক ধর
কুলাউড়া উপজেলার প্রতিনিধি
কুলাউড়া উপজেলার আলোচিত ও মর্মান্তিক স্কুলছাত্রী আনজুম হত্যা মামলায় আসামি জুনেলের পক্ষে জামিন আবেদন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এড.দীপক চন্দ্র ধর। ঘটনার পরপরই কুলাউড়া ছাড়াও মৌলভীবাজার জেলার সর্বত্র সৃষ্টি হয় জনমনে তীব্র প্রতিক্রিয়া ও
সমালোচনার ঝড়।
এই প্রেক্ষাপটে (১৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ওকালতনামা প্রত্যাহারের ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে অ্যাডভোকেট দীপক ধর লেখেন— আমি মামলার বিষয়ে সম্পূর্ণ অবগত না হয়ে আসামিপক্ষে ওকালতনামা দাখিল করি। পরবর্তীতে মামলার বিষয়বস্তু ভালোভাবে অধ্যয়ন করে মানবিক কারণে নিজ ইচ্ছায় দাখিলকৃত ওকালতনামা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও লেখেন, আমি এই মামলায় আর আসামিপক্ষের হয়ে আইনগত সহায়তা প্রদান করবো না। বরং আনজুমের পরিবারের পক্ষে ন্যায়বিচারের লক্ষ্যে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। আনজুমের পরিবারের মনে কষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, মেধাবী স্কুল শিক্ষার্থী আনজুমকে নির্মমভাবে হত্যা করে আলোচনায় আসে খুনি জুনেল। এই ঘটনায় এলাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। তাই তার পক্ষে আদালতে ওকালতনামা দাখিল করায় জনসাধারণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
এড.দীপক ধর তার অবস্থান পরিবর্তন করায়
আনজুমের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা আশা করছেন, মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে আনজুম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
Leave a Reply