
চান্দিনায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে ৩ ইস্ট বেংগল রেজিমেন্টের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, “ইন এইড টু সিভিল পাওয়ার” কার্যক্রমের আওতায় ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। মোতায়েনের পর থেকে সেনাবাহিনী সমাজের বিভিন্ন অপরাধ দমন, অপরাধী গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ নাসির (পিতা অজ্ঞাত), গ্রাম—অম্বরপুর, পোস্ট—চান্দিনা, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লা, তার নিজ বাড়িতে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।
তথ্যের ভিত্তিতে চান্দিনা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। তল্লাশিকালে তার ঘর থেকে ৬৮ পিস ইয়াবা, একটি সুইচ ছুরি, একটি ছোরা, একটি লাঠি এবং নগদ ৬,৩৯০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ আসামিকে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ইয়াবা ডিলার মোঃ নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ৩ ইস্ট বেংগল রেজিমেন্ট নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply