ফটিকছড়ির সুন্দরপুরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থাপনায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫-২০২৬ খ্রিঃ অর্থ বছরের ১০ দিনব্যাপী প্রশিক্ষণের ১০ম প্রশিক্ষণ কর্মশালা ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বিভিএমএস প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,১৯৫২ এর ভাষা আন্দোলনে আনসার কমান্ডার ভাষা শহিদ আবদুর জব্বারের আত্মত্যাগ, ১৯৭১ এর বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম, ২০২৪ সালের ৫ই আগষ্টের পরবর্তী দেশের ক্রান্তিলগ্নে বীরত্বের সাথে ভুমিকা রেখেছে এই আনসার বাহিনী, তারই ধারাবাহিকতায় বর্তমানে ৬১ লাখ আনসার ভিডিপি সদস্য সদস্যা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে সুনামের সাথে কাজ করে যাচ্ছে,সর্বশেষে সকল ভিডিপি প্রশিক্ষণার্থী মাঝে অনলাইনে প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র,পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী।সঞ্চলনার দায়িত্ব ছিলেন ফটিকছড়ি উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিবিরহাট বনিক কল্যাণ সমিতির সহ সভাপতি সাংবাদিক মোঃ নাজমুল তারেক, পাইন্দং ইউনিয়ন আনসার কমান্ডার সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন, সুন্দরপুর ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার মোঃ মোঃ সোহরাব হোসেন, সুন্দরপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ মাহাবুল আলম, পাইন্দং ভিডিপি দলনেতা শুভ্র বড়ুয়া সুমন, পাইন্দং ইউনিয়ন দলনেত্রী আয়েশা আকতার, ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী বৃন্দ প্রমূখ।
Leave a Reply