
*সোবহানীঘাট জুয়ার আসর থেকে আটক ২ জন।*
স্টাফ রিপোর্টার
মো. আবদুল মোতালিব খা।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির নতুন আইসি মো. শিপলু চৌধুরী ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করেই তীর জুয়া, মাদকসহ সকল অপকর্মের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেন।
সিলেটের পুলিশ প্রশাসন তীর জুয়া, মাদক, চুরি, ছিনতাইসহ সকল অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির নতুন আইসি মো. শিপলু চৌধুরী ও টু-আইসি দীপরাজ সন্ধ্যা থেকে ফাঁড়ি এলাকায় জুয়া, মাদক ও নানান অপকর্মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটের সময় সোবহানীঘাট বকরের জুয়ার বোর্ড থেকে আবারও দুইজনকে গ্রেপ্তার করেন।
জুয়াড়ি দুইজন গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে আইসি জানান, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশ আছে—তীর জুয়া, মাদক, চুরি, ছিনতাই, বুংগা ব্যবসায়ীসহ সকল অপকর্মের আর কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, “আমরা তীর জুয়ার বিরুদ্ধে সবসময় অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করি। কিন্তু জুয়ার ব্যাপারে আইন একটু সহজ, যেমন জরিমানা দিয়ে বেরিয়ে আসে—আবার তারা এই তীর জুয়া শুরু করে। আমরাও কোনো ছাড় দেব না, অভিযান পরিচালনা অব্যাহত রাখব।”
Leave a Reply