
🚨 মোয়াল্লেমের আড়ালে স্বর্ণ চোরাচালান: ঢাকা বিমানবন্দরে ৫৮ ভরি স্বর্ণসহ আটক ১
ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম পরিচয়ে স্বর্ণ চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তি। তার কাছ থেকে প্রায় ৬৮০ গ্রাম (৫৮ ভরি) স্বর্ণালংকার উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBN)।
📍 আজ (১৪ জানুয়ারি) সকালে সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন গিয়াস উদ্দিন। বেলা ১১:১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে এপিবিএন সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার গলায় ঝুলানো হাজীদের ব্যাগ তল্লাশি করে ২১ ক্যারেটের ৫৮ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়।
💰 উদ্ধারকৃত মালামাল:
• স্বর্ণ: ৬৮০ গ্রাম (২১ ক্যারেট)।
• নগদ টাকা: ৭৭,৫৫০/- বাংলাদেশি টাকা এবং ১৬,১২৫ সৌদি রিয়াল।
🔍 প্রাথমিক তদন্তে যা জানা গেছে-আটক গিয়াস উদ্দিন একজন মোয়াল্লেম হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীদের ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে এই স্বর্ণ দেশে নিয়ে আসেন। জানা গেছে, তিনি বিমানবন্দরে সক্রিয় একটি বড় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে ‘রিসিভার’ হিসেবে যুক্ত।
⚖️ইতোমধ্যে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
#BanglaAviation #AirportSecurity #GoldSmuggling #DhakaAirport #APBN #বাংলাএভিয়েশন #বাংলা_প্রবাস #বাংলাপ্রবাস
Leave a Reply