
যশোর ডিবি’র সাঁড়াশি অভিযান-রানা প্রতাপ হত্যায় অংশগ্রহণকারী আটক
যশোর জেলা গোয়েন্দা শাখার সাঁড়াশি অভিযানে
আলোচিত চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যার রহস্য উদঘাটন।রানা প্রতাপ হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী সাদ্দাম হোসেন (২৬) আটক।
মনিরামপুরে কপালিয়া বাজারে ০৫/০১/২০২৬ ইং তারিখ চরমপন্থী নেতা ও বরফ ব্যবসায়ী রানা প্রতাপ হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী সাদ্দাম হোসেন(২৬)
পিতা:মৃত নাজের মোড়ল,সাং:পিপরাইল ০৬নং ওয়ার্ড,জামিরা ইউনিয়ন,ফুলতলা,খুলনা।
অনুসন্ধানে যশোর জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানান, উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে রানা প্রতাপ হত্যায় অংশগ্রহণকারী সাদ্দাম হোসেনকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে।
#phultalaprotidin #BreakingNews #PublicSafety
Leave a Reply