
*সিএমপি’র একটি বিশেষ চৌকস টিমের অভিযানে বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ৩৪টি মামলার আসামি মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল তার সহযোগীসহ গ্রেফতার এবং পাঁচলাইশ থানার অভিযানে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ অপর ০২ সহযোগী গ্রেফতার*
মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংগঠিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২-০১-২০২৬ খ্রি. তারিখ ঢাকা গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আভিযানিক টিম পরবর্তীতে তাদেরকে নিয়ে উক্ত মামলার অবশিষ্ট ০৬টি স্বর্ণের বার উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাকালে আসামী শিহাব উদ্দিনের হেফাজত থেকে বর্ণিত মামলার ঘটনায় ব্যবহৃত একটি YAMAHA R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আসামীদ্বয়কে পাঁচলাইশ থানার মামলা নং-০১, তারিখ-০৫-০১-২০২৬খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল এর বিরুদ্ধে ক) অস্ত্র আইনের মামলা- ০২টি, খ) প্রতারণা মামলা- ০২টি, গ) চাঁদাবাজি ও ছিনতাই মামলা- ০৫ টি, ঘ) অপহরণ মামলা- ০১টি, ঙ) দস্যুতা মামলা- ০১টি, চ) বিশেষ ক্ষমতা আইন মামলা-০৩ টি, ছ) বিস্ফোরক আইনের মামলা- ০২টি জ) মারামারি ও জখম সংক্রান্ত মামলা-১৮ টি সহ মোট ৩৪ টি মামলা তথ্য পাওয়া যায়।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৭টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে।তার সহযোগী মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে ০৫টি প্রতারণা মামলা ও ০১টি দস্যুতা সহ মোট ০৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য যে, স্বর্ণের বার লুণ্ঠণের ঘটনায় এ পর্যন্ত ১০ জন আসামী গ্রেফতার, ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) ও ঘটনায় ব্যবহৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের অপর ০২ ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার:
সন্ত্রাসী সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘটিত করে আসছিল। এ প্রেক্ষিতে পাঁচলাইশ মডেল থানার একটি চৌকস টিম ইং ১৩/০১/২০২৬ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ০১) মোঃ রিয়াদ হোসেন (২৮), পিতা- মৃত হাসান উল্লাহ, মাতা-সালেহা বেগম, সাং-খেজুর তলা, আরতির বাড়ি, ৮নং ওয়ার্ড, পো. চাটখিল, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী, বর্তমানে-মেয়রগলি, মুক্তিযোদ্ধা কলোনি, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম ও ০২। মোঃ মীর হোসেন প্রকাশ লিংকন (৩১), পিতা-মৃত শিশু মিয়া, মাতা-আমেনা খাতুন, সাং- আখিতারা, সিপাহীর বাড়ী, মধ্যপাড়া, ৪নং ওয়ার্ড, ইউপি-নোয়াগাঁও, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমানে-ফরেষ্ট গেইট, ফারুকের কলোনী, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, আসামী মোঃ রিয়াদ হোসেন (২৮) এর বিরুদ্ধে চুরি ও দস্যুতা সহ ০৫টি মামলা এবং মোঃ মীর হোসেন প্রকাশ লিংকন (৩১) এর বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতি সহ ০৫টি মামলা রয়েছে। আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply