ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দার হাতে অস্ত্রসহ আটক ৩
রাজধানীর মিরপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ।
আটককৃতদের নাম যথাক্রমে; মোঃ নান্নু (৪১), মোঃ কাজী ফয়সাল (৩৫) ও মোঃ বশির মোল্লা (৪৪)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১২ টায় মিরপুরের লাভ রোড থেকে তাদেরকে আটক করে মিরপুর গোয়েন্দা বিভাগেরপল্লবী জোনাল একটি টিম।
মিরপুর গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ৬ থেকে ৭ জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুর গোয়েন্দা বিভাগের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ এই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় আকটকৃত তিন ডাকাতসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য সম্পর্কে গোয়েন্দা সূত্র আরও জানায়, আটককৃতরা মিরপুর, দারুসসালাম ও গাবতলি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলেও জানা যায়।
আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় গোয়েন্দা মিরপুর বিভাগ।
Leave a Reply