নিজস্ব প্রতিনিধি-,ডিবি (উত্তর) , ঢাকা জেলা কর্তৃক বিশেষ অভিযানে ৯০ (নব্বই ) বোতল ফেনসিডিল ও ০২(দুই) কেজি গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে
এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন এর একটি টিম ধামরাই থানাধীন কুমরাইল এলাকা হইতে আসামী ১। মো. হারুন (৫৫), পিতা-মৃত তমিজ উদ্দিন , সাং-কুমরাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা, সর্বমোট ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল সহ ২৬/০৫/২৪ খ্রি.১৪:৫০ গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শুভ মন্ডল এর একটি টিম সাভার থানাধীন কাউন্দিয়া গোয়ালবাড়ি এলাকা হইতে আসামী ১। মো. আসলাম (৫৩), পিতা-মৃত রমজান আলী , সাং-কাউন্দিয়া গোয়ালবাড়ি, থানা-সাভার, জেলা-ঢাকা, সর্বমোট ০২ (দুই) কেজি গাঁজা সহ ২৬/০৫/২০২৪ খ্রি.২৩:৩০ ঘটিকায় গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় পৃথকভাবে মাদক মামলা রুজু হয়েছে হয়েছে।
Leave a Reply