
“হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ কর্তৃক ৯০ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার”
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিনব কায়দায় পিক-আপ ভ্যানে লুকিয়ে রাখা বিদেশি ৯০ বোতল মদসহ নজির উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিশেষ অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নজির উদ্দিন (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মদ সরবরাহের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply