 
							
							 
                    
আন্ত:জেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০৭ সদস্য গ্রেফতার এবং ৮টি ইজিবাইক উদ্ধার
দীর্ঘদিন যাবৎ আন্ত:জেলা ইজিবাইক ছিনতাইকারী একটি চক্র যাত্রীবেশে মুন্সীগঞ্জ জেলাসহ আশপাশের জেলায় চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক চালককে হত্যা/অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে আসছিল। তাদেরকে গ্রেফতার করার জন্য মুন্সীগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর ছিল। গত ০২/০৮/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় সিরাজদিখান থানাধীন নোয়াপাড়া এলাকা থেকে এই চক্রের ০৩ সদস্য আলম শেখ নামক একজন ইজিবাইক চালককে বিস্কুটের সহিত চেতনানাশক মিশিয়ে খাইয়ে তাকে অজ্ঞান করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি অবগত হওয়ার পর মুন্সীগঞ্জ জেলা পুলিশ জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তাদের সনাক্ত করতে কাজ শুরু করে। গতকাল ১০/৮/২০২৫ খ্রি. তারিখে উল্লিখিত ইজিবাইক চালকের সনাক্ত মতে এসআই কামরুল হাসানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শ্রীনগর থানাধীন পাটাভোগ সাকিনের ফেরীঘাট আন্ডারপাসের নিচ থেকে রুবেল @ আব্দুল্লাহ (৩২), মো. জামাল (৪০) ও ইমরান হোসেন @ মোফাজ্জল (৪৫) এর দেওয়া তথ্য মতে তাদের গ্রুপের বাকি ৪ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক ইজিবাইক ছিনতাই মামলা রয়েছে। তাদের নিকট থেকে ৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা:
১/ রুবেল @ আব্দুল্লাহ (৩২), পিতা- কালো মিয়া, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা।
২/ মো. জামাল হোসেন (৪০), পিতা- মৃত রুস্তম আলী, থানা- নবাবগঞ্জ, ঢাকা।
৩/ ইমরান হোসেন @ মোফাজ্জল (৪৫), পিতা- নোয়াব আলী, থানা- দোহার, ঢাকা।
৪/ মো. হৃদয় শেখ (২৫), পিতা- ইউসুফ শেখ, থানা- শ্রীনগর, মুন্সীগঞ্জ।
৫/পলাশ পাঠান (৩৫), পিতা- সাইফ পাঠান, থানা- শ্রীনগর, মুন্সীগঞ্জ।
৬/মো. বিধান (৪৭), পিতা- মৃত নুরুল ইসলাম, থানা- শ্রীনগর, মুন্সীগঞ্জ।
৭/ মো. সুমন (৩৮), পিতা- মো. ইউনুস খলিফা, থানা- কেরানীগঞ্জ, ঢাকা।
উদ্ধারকৃত আলামত এর বর্ননা:
১/ ০৬টি বড় অটোরিকশা
২/ ০২টি অটোরিকশা চেসিস
৩/ এক প্যাকেট চেতনা নাশক মেশানো চকোলেট ডাইজেিস্টিভ বিস্কুট
৪/ মাইক্রোনেক্স ওয়্যারলেস সেট।
 
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                        
Leave a Reply