 
							
							 
                    
শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেড়ে বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও লুটপাট ভাঙচুর করার অপরাধে দুইজন দুষ্কৃতিকারী কে আটক করেছে সেনাবাহিনী।
গত ১৪ আগস্ট ২০২৫, সকাল বেলা বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করলে, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালায়। তারা পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে, নিরাপত্তাকর্মীর উপর হামলা চালায় এবং কারখানার গার্ডরুমে অগ্নিসংযোগ করে।
এ ঘটনার সুস্পষ্ট ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আজ বিকেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অনন্ত গার্মেন্টস তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, বিক্ষোভ চলাকালীন সময় তারা আশপাশের আরও কয়েকটি গার্মেন্টসের গেট ভেঙে শ্রমিকদের জোরপূর্বক বের করে এনে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করে। তবে সেনাবাহিনী ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সমন্বিত ও সক্রিয় উপস্থিতির কারণে বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়।
একই দিনে সেনাবাহিনী ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের টানা প্রচেষ্টায়, ঢাকা থেকে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এনে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। এছাড়াও, বিকেলে নাসা গ্রুপের কিছু বিশৃঙ্খল শ্রমিক কর্তৃক বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের চেষ্টা হলে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
 
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                        
Leave a Reply