 
							
							 
                    
*কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে নৃশংসভাবে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন (৩২)’কে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২*। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন (৩২)’কে অদ্য ২৩/০৮/২০২৫ ইং তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফিরোজ আহম্মেদ (৫৮) পেশায় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক,মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। ঘটনার দিন ১১/০৮/২৫ তারিখ ভোরে ভিকটিম ফিরোজ আহম্মেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তাঁর পথ রোধ করে হাতুড়িপেটা করে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীর। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফিরোজ আহম্মেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার এ্যান্ড অর্থপেডিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাগিনা বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা ( মামলা নং-০৫/২০৮ তারিখ ১১/০৮/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২) দায়ের করেন। উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৩/০৮/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                        
Leave a Reply