
নিজস্ব প্রতিনিধি-
*মুক্তিপণের দাবিতে ০৫ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা, র্যাব-৪ এর অভিযানে হাড়-খুলি উদ্ধার; ঘাতক গ্রেফতার*
বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৯ আগষ্ট ২০২৫ তারিখ সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মধুপুর ফারুকনগর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুরে নিজ বাসা হতে অপহরণকৃত ০৫ বছরের শিশুর মাথার খুলি ও হাড় উদ্ধার করতঃ নৃশংস হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি মোঃ মোরসালিন হোসেন(১৯)’কে গ্রেফতার করে। মামলার এজাহার ও র্যাব-৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা একজন রাজমিস্ত্রি এবং মা গার্মেন্টসকর্মী। দীর্ঘ দিন যাবৎ আসামি মোঃ মোরসালিন হোসেন ও ভিকটিমের পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। ১৬ আগস্ট ২০২৫ তারিখ ভিকটিম মোঃ জোনাইদ হোসেন(৫)’কে তার নিজ বাসার সামনে থেকে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে আসামি মোঃ মোরসালিন হোসেন অপহরণ করে। ঐ দিন অপহরণকারী ঢাকা জেলার আশুলিয়া থানার মধুপুর ফারুকনগর এলাকার একটি ঝোপের ভিতর নিয়ে গিয়ে গলায় গেঞ্জি পেচিয়ে টান দিলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে এবং মারা যায়। তখন মোঃ মোরসালিন হোসেন ভিকটিমের পরিবারে নিকট মুক্তিপণের দাবির কথা চিন্তা করে কিন্তু ইতোমধ্যে ভিকটিমের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। তখন আসামি মোঃ মোরসালিন হোসেন নিজেকে ধরা ছোয়ার বাইরে রাখতে ভিকটিমের পরিবারের সাথে মোঃ জোনাইদ হোসেনকে খুঁজতে থাকে। পরবর্তীতে খোঁজাখুঁজি’র এক পর্যায়ে কোথাও না পেয়ে আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে আসামি মোঃ মোরসালিন হোসেন ভাবে এখনি মুক্তিপণ আদায়ের সঠিক সময় এবং ২৮ আগস্ট ২০২৫ তারিখে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মায়ের নিকট ছেলের মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করে। তখন ভিকটিমের মা র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তৎক্ষনাৎ র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত ঘটনার বিষয়ে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেন এবং ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে ২৯ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মধুপুর ফারুকনগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি মোঃ মোরসালিন হোসেন(১৯)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ মোরসালিন হোসেন এর দেওয়া তথ্য ও দেখানোমতে ঢাকা জেলার আশুলিয়া থানার মধুপুর ফারুকনগর এলাকার একটি ঝোপের ভিতর থেকে ভিকটিমের মাথার খুলি, হাড়সহ জুতা ও গেঞ্জি উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৬ আগস্ট ২০২৫ তারিখ অপহরণকারী মোঃ মোরসালিন হোসেন(১৯) ঢাকা জেলার আশুলিয়া থানার মধুপুর ফারুকনগর এলাকার একটি ঝোপের ভিতর ভিকটিম মোঃ জোনাইদ হোসেন(৫)’কে গলায় গেঞ্জি পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
Leave a Reply