
ডিবি পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ হোটেল সিলগালা।
স্টাফ রিপোর্টার
আব্দুল মোতালিব খা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে হোটেল সিলেট রেস্ট হাউস সিলগালা করা হয়। দীর্ঘদিন ধরে ওই হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বারবার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করলেও তাদের অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখা যাচ্ছিল না।
গত ১১/১০/২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুজন পুরুষ ও একজন নারীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সকল অবৈধ, অসামাজিক কার্যকলাপ, মাদক ও জুয়ার মতো অপকর্মের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
এই অভিযানের ধারাবাহিকতায় আজ রাত ৭টা ৩০ মিনিটে আবারও সিলেট রেস্ট হাউস হোটেলে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের আগ মুহূর্তে টের পেয়ে সকল অপকর্মে জড়িত অপরাধীরা পালিয়ে যায়।
বারবার ডিবি পুলিশের অভিযান সত্ত্বেও এসব অপরাধীদের লাগাম টানা যাচ্ছে না। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অবশেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
Leave a Reply