
আশুলিয়ায় জামগড়ায় বিএনপি নেতা জামাই উজ্জ্বলের বাড়িতে কিশোর গ্যাং চাঁদাবাজদের হামলা আহত ১ থানায় মামলা দায়ের।
জাহাঙ্গীর আলম(নিজস্ব প্রতিনিধি)
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হাজী ঈসমাইল মোল্লার মেয়ে জামাই বিএনপির দুঃসময়ের ত্যাগি নেতা আতিকুর রহমান উজ্জ্বল সহ তার শশুরবাড়িতে গত বৃহস্পতিবার রাত ১২.৩০ মিঃ কিশোর গ্যাং চাঁদাবাজদের লিডার ডিএক্স আলামিনের নেতৃত্বে প্রায় ২০থেকে ২৫ জনের কিশোর গ্যাং চাদাবাজ গ্রুপ হামলা করে বাড়িঘর সহ দলিয় কার্যালয় ভাংচুর করে।
এসময় প্রতিবাদ করতে গেলে একজন কে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে যায় ডিএক্স আলামিন গ্রুপ।
এ ঘটনায় ডি এক্স আলামিন সহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন তার স্ত্রী সুমি আক্তার।
বিএনপি নেতা আতিকুর রহমান উজ্জ্বল প্রতিবেদককে বলেন, আমি ৫ আগষ্টের আগে ফ্যাসিস্ট সরকারের পুলিশের হাতে আমার জামগড়া বাসা থেকে গ্রেপতার করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তা করার জন্য। আমি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সরকারি ভাবে জামিনে বের হই।আপনারা আমার বিষয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর ইউনিয়নে খোঁজ খবর নেন আমি কেমন বিএনপির রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ ধারন করে তারেক রহমানের নির্দেশে মানুষের সেবা করি।এখন এই সন্ত্রাসী চাঁদাবাজরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চাদাবাজির প্রতিবাদ করায়।
আমি সকলের কাছে অনুরোধ করছি হাজার হাজার বহিরাগত বিভিন্ন পেশার মানুষের বসবাস।
এই এলাকায়,আইনশৃঙ্খলা অবনতি করতে যারা ডি এক্স আলামিন গ্যাংদের সেলটার দিচ্ছে তাদেরকেও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি । এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ জামগড়া আর্মি ক্যাম্প র্যাব-৪ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।
Leave a Reply