
৯৯৯ নম্বরে ফোনকলে ধর্ষনের শিকার শিশু উদ্ধার , গ্রেফতার এক
বাগেরহাটের কচুয়া থানাধীন উত্তর মাধবকাঠি থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি ১০ বছরের কন্যাশিশু ধর্ষনের শিকার হয়েছে। কলার দ্রুত আইনী সহায়তার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল মুহাম্মদ রবিউল হাসান কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কচুয়া থানায় বিষয়টি দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।
সংবাদপ্রাপ্ত হয়ে কচুয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিককে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে। জানা যায়, অভিযুক্ত আরমান শেখ (২৫), পিতা- মৃত মতিয়ার রহমান, উত্তর মাধবকাঠি, কচুয়া, বাগেরহাট ভুক্তভোগী দশ বছরের শিশুটিকে একটি অটো গ্যারেজের পিছনের বাথরুমে জোর করে টেনে নিয়ে ধর্ষন করে। এ সঙ্ক্রান্তে কচুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় কচুয়া থানার একটি দল অভিযুক্ত আরমান শেখকে কচুয়া থানাধীন দে-পাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply