
ঢাকা-১৯ আসনে সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতিকের নির্বাচনি প্রচারনায় যুবদল নেতা শরীফ চৌধুরী ও ছাত্রদল নেতা নাহিদ ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব মোহাম্মদ শরীফ চৌধুরী।
আজ দিনব্যাপী আশুলিয়ার জামগড়া সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। গণসংযোগে শরীফ চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্থানীয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
প্রচারণাকালে শরীফ চৌধুরী সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সালাউদ্দিন বাবুর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা আশাবাদী, ভোটাররা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের সঠিক রায় দেবেন।”
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সালাউদ্দিন বাবুর বিজয় নিশ্চিত করতে ছাত্রদল রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তারা ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন।
গণসংযোগকালে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন নির্বাচনী এলাকা। প্রচারণায় অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।
Leave a Reply