
ধর্ষিত হয়ে সন্তান প্রসব; মিথ্যা মামলা দিয়ে মামাকে ফাঁসানো;
পিবিআই কর্তৃক প্রকৃত ধর্ষক গ্রেফতার
ভিকটিম মৌমিতা (১২) ২০২১-২০২২ সালের দিকে রাজশাহীর বাঘা থানার অমরপুর বাউসা গ্রামস্থ তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত এবং সেখানে অবস্থানকালে সে গর্ভবতী হয়ে পড়ে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তার সাথে তার আপন মামা মিঠুনের বিবাহ সম্পন্ন করে। মিঠুন আত্মগোপন করে। গত ০৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম এক পুত্রসন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ০৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখে তার ভাই মিঠুনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বাঘা থানায় মামলা নং-১৩, তাং-০৯/০৪/২০২৪ ইং রুজু হয় এবং বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই রাজশাহী জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জালাল উদ্দিন তদন্ত করছেন।
তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামি মিঠুনকে গ্রেফতার করে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করার পর ডিএনএ এর মিল পাওয়া যায় নাই। পিবিআই প্রকৃত আসামীর সন্ধান অব্যাহত রাখে। তিনি ভিকটিমের সৎ পিতা আসামি মোঃ মেহেদী হাসান @ রিদয় (২৫) কে কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারা মোতাবেক ধর্ষণের ঘটনার সাথে নিজের জড়িত থাকার বিষয়ে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূল বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।
আসামী জানায় যে, ভিকটিমের মাতা রত্না খাতুনসহ তারা এক সাথে থাকতো। ভিকটিমের মা রাতের বেলায় ঘুমিয়ে পড়লে তার সৎ পিতা আসামি মোঃ মেহেদী হাসান @ রিদয় তাকে প্রায়ই ধর্ষণ করতো। ভিকটিমের গর্ভজাত সন্তানের ডিএনএ এর সাথে আসামি মেহেদী হাসান রিদয় এর ডিএনএ এর মিল পাওয়া যায়।
Leave a Reply