
ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী বাবু’র ধানের শীষের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধি-
ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ ইং) দুপুরে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাভার রাজাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সাভারকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিন মাসের মধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।
Leave a Reply