 
							
							 
                    
মো:সোহাগ (আশুলিয়া)
১৮/০৮/২০২৫ ইং আজ ভোররাতে জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল সাভারের পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালনকালে এক ব্যক্তির উপর ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীর টহল দল তিনজন ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
*গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:*
১. মোঃ সোহেল রানা (৩০) ঠিকানা: ডেন্ডাবর পূর্ব পাড়া
২. মোঃ কাওসার (২৯) – পল্লী বিদ্যুৎ, সাভার
৩. মোঃ মিজানুর রহমান (৪৫) – পল্লী বিদ্যুৎ, সাভার
*উদ্ধারকৃত জিনিসপত্র:*
১. নগদ ৫,০০০ টাকা
২. ছিনতাইয়ে ব্যবহৃত আলামত
৩. ৩টি মোবাইল ফোন
৪. ৩টি মানিব্যাগ
৫. গাঁজা
সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত সামগ্রী তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সেনাবাহিনীর এই সাহসী ও ত্বরিত পদক্ষেপের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছিনতাই ও সন্ত্রাস দমনে বাইপাইল-জামগড়া এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি জননিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত রয়েছে।
 
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
											 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                         
 
	                                        
Leave a Reply